নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০১৬ ২০:৪৯

গোটাটিকরে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের সভায় ‘ছাত্রলীগের’ হামলা, আহত ৩

নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালায় বলে পথসভার আয়োজকরা অভিযোগ করেছেন।

হামলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), সিলেটের সমন্বয়ক ও গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু জাফর এবং গণতন্ত্রী পার্টি, সিলেটের সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ হামলার ঘটনা ঘটে।

বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী তাঁরা কদমতলীতে পথসভা শেষ করে গোটাটিকরে পথসভা করতে যান। গোটাটিকরে পথসভার শেষ পর্যায়ে স্থানীয় ৪০/৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী এসে তাদের সভার মাইক বন্ধ করতে বলে। আয়োজকরা মাইক বন্ধ না করলে ছাত্রলীগ হামলা চালায়।

তাদের হামলায় আহত হন তিন নেতা। এসময় ছাত্রলীগ পথসভায় ব্যবহৃত গাড়িও ভাংচুর করে বলে অভিযোগ করেন প্রণব।

তবে মোগলাবাজার থানার ওসি (তদন্ত) রিতা বেগম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোটাটিকরের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার পর দুইপক্ষই ঘটনাস্থল থেকে সরে যায়। কোনো হামলার ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু করার দাবিতে গত কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত 'গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট'।

আপনার মন্তব্য

আলোচিত