নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০১৬ ১৭:০৪

বজ্রপাতে মৃত্যুর মিছিল চলছেই, জকিগঞ্জ ও তাহিরপুরে প্রাণ গেলো দু’জনের

বজ্রপাতে মৃত্যুর মিছিল চলছেই। গত কয়েকদিন ধরে প্রতিদিনই বজ্রপাতে পাণহানীর ঘটনা ঘটছে। সারাদেশের মতো দেশের সবচেয়ে বজ্রপাতপ্রবণ এলাকা সিলেটে হতাহতের ঘটনা ঘটছে। সোমবারও সিলেটের জকিগঞ্জ ও সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে দু'জন নিহত হন।

এরআগে গত রোববার বজ্রপাতে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটে।

সোমবার সকালে জকিগঞ্জে বাড়ির পাশে কৃষিকাজ করার সময় বজ্রপাতে নাইম আহমদ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

নাইম আহমদ জকিগঞ্জ উপজেলার ইছামতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও মানিকপুর ইউনিয়নের তোপখানা গ্রামের মছন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- নাইম আহমদ সোমবার সকালে বাড়ির পাশে সুরমা নদীর তীরে কৃষিকাজ করছিল। বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। বজ্রপাতে তার শরীর ঝলসে  যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে, তাহিরপুর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ফারুক মিয়া(২০)।

তিনি উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সীমান্ত সংলগ্ন উত্তর মোকশেদপুর গ্রামের মজলিশ মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪ টার সময় প্রচন্ড ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। এসময় ফারুক মিয়া তার শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তার উপর বজ্রপাত পড়লে ঘটনার স্থলেই তিনি মারা যান।

তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত