কুলাউড়া প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৬ ০৪:৫৯

কুলাউড়ায় প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আটক হামলাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বুধবার (১০ আগস্ট) সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো কুলাউড়া ডিগ্রী কলেজ, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ,  ইউছূফ গনি আদর্শ কলেজ, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ,  নয়াবাজার কে.সি. উচ্চ বিদ্যালয় ও কলেজ, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভাটেরা স্কুল এন্ড কলেজ, অগ্রণী উচ্চ বিদ্যালয়, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, লংলা আধুনিক ডিগ্রি কলেজ,গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ,  কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় , জালালাবাদ উচ্চ বিদ্যালয়, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়, নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়,  শ্রীপুর উচ্চ বিদ্যালয় , দিলদারপুর উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়, রাজনগর উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ,  টিলাগাঁও এ.এন.উচ্চ বিদ্যালয় , সিংগুর উচ্চ বিদ্যালয় , বঙ্গবন্ধু আর্দশ উচ্চ বিদ্যালয়, লংলা উচ্চ বিদ্যালয়, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়, মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসুফ-তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যামিলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল, কর্মধা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া রেলওয়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,  মনোহরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাস, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা , ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা , বরমচাল হযরত খন্দকার(র:) দাখিল মাদ্রাসা, দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা রবিরবাজার, ভাটেরা মদীনাতুল উলুম সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসা, গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদরাসা, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদরাসা, ভুকশিমইল দারুল উলুম আলিম মাদরাসা,  বাংলাটিলা দাখিল মাদরাসা, হাসিমপুর দাখিল মাদরাসা, শ্রীপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসা, কুলাউড়া জালালিয়া দাখিল মাদরাসা, চৌধুরীবাজার কুতুব শাহ দাখিল মাদরাসা, গিয়াসনগর দাখিল মাদরসা।

উল্লেখ্য, গত ৭ আগস্ট কুলাউড়া উপজেলার কর্মধা হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল মালাকারকে মারধর করে গুরুতর আহত করেছে ফাহিম আল রাজি শুভ (২৫) ও মোস্তাকিম (১৮) নামের দুই যুবক।

স্কুল থেকে কুলাউড়া পৌর শহরে নিজ বাসায় ফেরার পথে কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের ডানের মোড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুলাউড়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় শিক্ষক পরিমল মালাকার নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ওই দুই যুবককে আটক করেছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত