সুনামগঞ্জ সংবাদদাতা

১১ আগস্ট, ২০১৬ ১৫:৪২

নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদক পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি

আইনশৃঙ্খলা ও মানবসেবায় বিশেষ ভূমিকা রাখায় সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীকে নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও বিশ্ববঙ্গ সোসাইটি এ সম্মাননা প্রধান করে।

বিশ্ববঙ্গ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টে আপীল বিভাগের বিচারপতি মো. জয়নুল আবেদীন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মো. শাখায়াত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার। মূল প্রবন্ধ পাঠ করেন, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রমজান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, যুগ্ম সচিব মো. মশিউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল, বাংলাদেশ চলচিত্রের শক্তিমান অভিনেতা এমজেএফ আহমেদ শরীফ, প্রযোজক ও অভিনেতা  মিজু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত