নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০১৬ ১৬:৪৫

‘অপহরণ নাটক’ সাজিয়েও শেষরক্ষা হয়নি নববধূর, প্রেমিকসহ গ্রেপ্তার

অপহরণ নাটক সাজিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর অবশেষে গ্রেপ্তার হন নববধূ, প্রেমিক সহ তিন জন।

সিলেটের খাদিমপাড়া এলাকা থেকে ‘অপহরণ নাটক’ সাজিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া সুইডেন প্রবাসীর নববধূ ও তাঁর প্রেমিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী সিলেটটুডে টোয়ন্টিফোর ডটকমকে বলেন,  "সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহপরান মাজার এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।"  

রোববার (১৪ আগস্ট) রাত ৮টায়  জানা গিয়েছিল  সুইডেন প্রবাসী রিফাত আশরাফুল চৌধুরী, তার স্ত্রী তাহসিনা ইসলাম তাম্মিসহ বেশ কয়েকজন সিলেট তামাবিল সড়ক দিয়ে সিলেট নগরীতে ফেরার পথে শাহপরান গেইট এলাকায় ৩/৪ টি মটর সাইকেলে আগে থেকে ওৎ পেতে থাকা বেশ কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাহসিনা ইসলাম তাম্মিকে অপহরণ করে নিয়ে যায়।

ওসি জানিয়েছেন, "সিলেট নগরীর মিরাবাজার উদ্দীপন আবাসিক এলাকার এক সুইডেন প্রবাসী চলতি মাসের ৪ তারিখে দেশে আসেন। ৭ আগস্ট তিনি উপশহরের এক মেয়েকে বিয়ে করেন। তবে ওই বিয়েতে রাজি ছিল না ওই মেয়ে। উপশহর এলাকার জাহেদ নামক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।"

এ প্রেমের সম্পর্কের কারণে অপহরণ নাটক সাজানো হয়। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য

আলোচিত