গোয়াইনঘাট প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৬ ১৮:৫৬

গোয়াইনঘাটে জাতীয় শোক দিবস পালিত

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিনের নেতৃত্বে প্রথমেই শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্ল্যাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আহমেদ রাসেল’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবীর, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্ল্যাহ, গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ মতিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত