নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০১৬ ০১:১১

৩১ আগস্ট সিলেটে অর্ধদিবস হরতালের ডাক ব্যবসায়ীদের

মামুনের খুনীদের গ্রেফতার দাবি

ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ৩১ আগস্ট সিলেট নগরীতে হরতাল আহ্বান করেছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। রোববার সংগঠনটির সভা থেকে এ হরতাল আহ্বান করা হয়।

সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে নগরীর জিন্দাবাজারে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী ৩১ আগস্ট বুধবার সিলেট মহানগরীতে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়েছে।

ব্যবসায়ী করিম বক্স মামুনের খুনীদের গ্রেফতার করার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী মামুনকে নিজ দোকানে গত ১৬ আগস্ট বিকেলে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরদিন ১৭ আ্গস্ট ভোরে হাসপাতালে তিনি মারা যান।

মামুনকে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলায়মান আহমদ চৌধুরীর বিরুদ্ধে। মামুনের হত্যাকারীদের গ্রেপ্তারে ব্যবসায়ীসহ জল্লারপার এলাকার বাসিন্দারা আন্দোলনে নামলেও এ ঘটনায় এখন পর্যন্ত সাবেক এ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্প্রতি এ হত্যা মামলা নগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরিত হয়েছে।

এখনো আসামীরা গ্রেফতার না হওয়ার প্রেক্ষিতে ৩১ আগস্ট অর্ধ দিবস হরতাল আহ্বান করেছেন ব্যবসায়ীরা।

জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়ার সভাপতিত্বে ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো: নাজমুল হকের পরিচালনায় রোববারের সভায় বক্তব্য রাখেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুর রকিব শিকদার, সহসভাপতি মো: আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল, আল হামরা মার্কেটের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক আলী আহমদ কামাল, করিম উল্লা মার্কেটের সভাপতি কাওছার আহমদ, মধুবন মার্কেটের সাধারন সম্পাদক আলা মিয়া, সহসাধারন সম্পাদক আব্দুল আহাদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ-সাধারণ সম্পাদক শাহ আহমদুর রব, মহানগর সহ-সভাপতি আব্দুল আজিজ, সিটি সেন্টারের সাধারন সম্পাদক হোসেন আহমদ, আম্বখানার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, আম্বরখানার ব্যবসায়ী আব্দুল মুক্তাদির মুক্তা, নেহার মার্কেটের সাধারন সম্পাদক মোঃ আমজাদ আলী, জিন্দাবাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী মোঃ আনিস, ব্রক্ষময়ীবাজারের সভাপতি আতিকুর রহমান, দরগাহ বাজারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু,  নিহত মামুনের বাবা আনোয়ার বক্স বুলু, চাচা বাবর বক্স, মহানগর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রিহাদুল হাসান রুহেল, এলিগ্যান্ট শপিং মলের আহবায়ক ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ গলির সভাপতি মেহেদী কাবুল,সাধারন সম্পাদক গোলাম মৌলা চৌ: ইমু, মহানগর প্রচার সম্পাদক শাহ টিপু সুলতান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমরুল, ব্লু ওয়াটারের সভাপতি সাহেদ আহমদ, আল মার্জানের আহবায়ক মাহমুদুর রউফ দুর্লভ, মিতালীর সভাপতি এটিএম খসরুজ্জামান, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, আব্দুস সামাদ তোহেল, নয়াসড়কের সাধারণ সম্পাদক হোসেন আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত