বানিয়াচং প্রতিনিধি

৩১ আগস্ট, ২০১৬ ২১:৫০

বানিয়াচংয়ের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে ৪নং ইউনিয়নবাসীর আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

৪নং ইউপির চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান,এসআই ওমর ফারুক মোড়ল,শিক্ষক বিপুল ভূষণ রায়,সাবেক শিক্ষক আলহাজ্ব কবির মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বশীর আহমদ বলেন, পরিণত বয়সে মেয়েদের বিয়ে না দেয়ায় মা ও শিশু মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। একমাত্র সামাজিক সচেতনতা ও প্রতিরোধই পারে বাল্যবিবাহ ঠেকাতে। তাই মায়েদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে।

সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখছেন ৪নং ইউপির দায়িত্বপ্রাপ্ত কাজী মো.আব্দুর রাজ্জাক,মদিনা টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক ছাদেকুর রহমান,সাবেক ইমাম জমির আলী,মানবাধিকাকর্মী হাবিবুর রহমান,ইউপি সদস্য জাহাঙ্গির আলম, শিক্ষক মনিরুল ইসলাম,মঈন উদ্দিন, ,যুবলীগ নেতা মারুফ আহমেদ,প:প:পরিদর্শক আজাদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে জনপ্রতিনিধি,সাংবাদিক,মানবাধিকারকর্মী,অভিভাবক,শিক্ষক,ইমাম,কাজী,প ায়েত প্রধান,ব্যবসায়ী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দসহ অত্র ইউনিয়নের বিপুল পরিমানের জনসাধারন এতে অংশগ্রহন করেন।

বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করণ সমাবেশে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ। সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউপি সদস্য ইসতিয়াক আহমেদ লিমন।

উল্লেখ্য,আগামী ৮ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সভা আহবান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান,জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

 

আপনার মন্তব্য

আলোচিত