সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৯

সিসিকের কর্মচারী সংসদের ভোটগ্রহণ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মচারী সংসদ নির্বাচনের ২০১৬-১৮ ভোটগ্রহণ চলছে।ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল থেকে ভোট দিতে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকেন ভোটাররা।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।  

উল্লেখ্য, সিসিকের কর্মচারী সংসদে দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পরিষদ দু’টি হচ্ছে তানহা-বাবুল পরিষদ ও বাছিত-রাজু পরিষদ। এছাড়া দু’জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সভাপতি পদে একজন ও অপরজন সহ সভাপতি পদে।  ১১টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন- হারান কান্তি সেন। সহ-নির্বাচন কমিশনার মো. তারা মিয়া। প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন ভূপাল রঞ্জন চন্দ।

আপনার মন্তব্য

আলোচিত