বিশ্বনাথ প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৫

বিশ্বনাথে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

সিলেটের বিশ্বনাথ সদর, অলংকারী, খাজান্সি ইউনিয়নের পর এবার দৌলতপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য ও মহিলা সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (১৮সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আমির আলী। এসময় পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী নব-নির্বাচিত চেয়ারম্যান আমির আলীর হাতে পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

বক্তব্যকালে বাবুল আখতার বলেন, নৌকার প্রতি সম্মান দেখিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির আলীকে আপনারা যেভাবে ভোট দিয়ে বিজয়ী করেছেন, ঠিক সেভাবে দৌলতপুর ইউনিয়ন বাসীর সম্মান অক্ষুণ্ণ রেখে সমবন্ঠনের মাধ্যমে এলাকার সকল প্রকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সোলায়মান হোসাইন, নব-নির্বাচিত দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো: আমির আলী, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আরিফুল্লাহ সিতাব ও সাবেক সভাপতি আবুল বশর চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউপি সদস্য আলী আকবর মিলন, নব-নির্বাচিত ইউপি সদস্য ছুরাব আলী, ইরন মিয়া, আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা কবির আহমদ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুল আখতার, বিশেষ অতিথি সোলায়েমান হোসাইন ও বিদায়ী চেয়ারম্যান আব্বাস আলীকে পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আকবর আলী মেম্বার, সংরক্ষিত আসনের সদস্য নাজমা বেগম, শামীমা বেগম, বেলা রাণী বিশ্বাস, নব-নির্বাচিত সদস্য নুর উদ্দিন, গোলাম হোসেন, আবদুল মজিদ, ওয়াহাব আলী, শাহিন তালুকদার, আমির আলী, সংরক্ষিত আসনের সদস্য সমলা বেগম, শাহানা বেগম, রেছনা বেগম, সচিব নারায়ণ দেবনাথ, প্রবাসী সুরজ আলী, নুরুছ আলী, এলাকার মুরব্বী আশ্রব আলী, ইমান আলী, আবাছ খা, সমছুল হক, আফিজ আলী, আবদুল মন্নান, এরশাদ আলী, আবদুল কাদির, ইয়াসিন মিয়া, আবদুল মনাফ, ধন মিয়া, ফজর আলী, আবদুল্লাহ, আজাদুর রহমান মিঠু, আ’লীগ নেতা শাখাওয়াত হোসেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দে, যুবলীগ নেতা রাসেল আহমদ, লিটন মিয়া, হানিফ শিকদার, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি বদরুল ইসলাম মহসীন, উপজেলা মানবাধিকার সংস্থা আসক’র সাধারণ সম্পাদক শিবলু মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত