নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০১৬ ১৮:০৮

এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে কুপিয়ে জখম, হামলাকারী শাবি ছাত্রকে গণধোলাই

সিলেট মুরারিচাঁদ কলেজ (এমসি) ক্যাম্পাসের ভেতরে খাদিজা বেগম (২৩) নামক এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি কুপিয়েছে এক শাবিপ্রবি শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। সোমবার (৩ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

আহত খাদিজা বেগম সিলেট সরকারি মহিলা কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নগরীর আখালিয়া এলাকার মাশুক মিয়ার মেয়ে।

তার উপর হামলাকারী বদরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে সিলেট মুরারি চাঁদ কলেজে বিএ পরীক্ষা দিতে আসা সিলেট সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী ক্যাম্পাসের পুকুর পাড়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে এই যুবক। পরে অন্য শিক্ষার্থীরা ওই যুবককে ধাওয়া করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে খাদিজার সহপাঠীরা মুরারি চাঁদ কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্টে এসে বিক্ষোভ ও অবরোধ করেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক বলেন, হামলাকারী যুবককে আটক করা হয়েছে। সে শাবি শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাটি প্রেম সম্পর্কিত কারণে ঘটেছে বলেই ধারণা করা হচ্ছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হামলার ছবিটি ফেসবুক থেকে সংগৃহিত

আপনার মন্তব্য

আলোচিত