বড়লেখা প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৬ ২১:২৮

বড়লেখায় ১১৬ পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপির ভাগাডহর ও সুজানগর ইউপির সালদিঘা গ্রামের ১১৬ পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

শুক্রবার রাতে ভাগাডহর গ্রামের ৮০ পরিবার ও শনিবার সকালে সালদিঘা গ্রামের ৩৬ পরিবারের মাঝে পৃথকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।  

ভাগাডহর : শুক্রবার রাতে ভাগাডহর গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষক মিহির রঞ্জন দাস। এতে স্থানীয় ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন, সন্ধিপ কুমার দাস, ছাত্রনেতা গুলজার আহমদ হাসান প্রমুখ।

সালদিঘা : গ্রামের ৩৬ পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল। এতে সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের পরিচালক রঞ্জিত কুমার দাস, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিপুল কান্তি দাস, শিক্ষক আতাউর রহমান শামীম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল হায়দার, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত