নিজস্ব আলোকচিত্রী

১১ অক্টোবর, ২০১৬ ১৯:৪১

বিষাদে বিসর্জন

পাঁচ দিনের উৎসব শেষে আজ হিন্দু সম্প্রদায়ের বিষাদের দিন। পূজো শেষে আজ বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের দিন।

এই বিষাদ আর ঢাক-ঢোলের বাদ্যে আজ (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত হলো দেবী দুর্গার বিসর্জন অনুষ্ঠান। সিলেট নগরীর চাঁদনীঘাটে সুরমায় বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমাকে।

বিসর্জন অনুষ্ঠানে সুরমার পাড়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষের ভীড় ছিল।

এরআগে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলে দশমী পূজা। চলে সিঁদুর খেলা। এরপরই শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। বিকেল থেকে চাঁদনীঘাটে ট্রাক চড়িয়ে নিয়ে আসা হয় নগরীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা। রাত অবদুি চলে বিসর্জন অনুষ্ঠান।

সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার নগরীতে ৬৭টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত