সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৬ ১১:৩০

মৌলভীবাজারে মহারাসলীলা উদযাপন

বিপুল উৎসাহ উদ্দীপনায় মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাতভর এ অনুষ্ঠান উদযাপিত হয়।

সকালে শ্রী শ্রী কৃষ্ণের রাসলীলা উৎসব উপলক্ষে জমজমাট হয়ে উঠে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপ (তিনমন্দির) এবং আদমপুরের সানা ঠাকুর মন্দির।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপ (তিনমন্দির) প্রাঙ্গণে মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মনিপুরীরা ১৭৪ তম বার্ষিকী ও রাস উৎসবের আয়োজন করে।

এছাড়া মৈতৈ মনিপুরীরা কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সানাঠাকুর মন্দির প্রাঙ্গণে ৩১ তম রাস উৎসবের আয়োজন করেছে।

প্রতিবছর লক্ষ্মীপূজার পরের পূর্ণিমা তিথিতে এই মহারাসলীলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কুয়াশাচ্ছন্ন রাত উপেক্ষা করে রাস উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে।

আপনার মন্তব্য

আলোচিত