নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০১৬ ১৯:০৩

সিলেট ও সুনামগঞ্জে পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ

সিলেট ও সুনামগঞ্জে পৃথক দুটি সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান জানিয়েছে সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলা পুলিশ। নানা ধর্মের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সমাবেশ ‍দুটি অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে সিলেট জেলা পুলিশ লাইন ও সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে পৃথক এ সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পুলিশ লাইনসের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান।

সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস‌্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ।

সমাবেশে সিলেট জেলার সকল উপজেলা পর্যায়ের সকল ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবানে সাড়া দিয়ে বক্তব‌্য রাখেন বিভিন্ন মাদ্রাসার অধ‌্যক্ষ, মুহতামিম, হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক‌্য পরিষদ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

বক্তারা তাদের বক্তব‌্যে সিলেট জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন‌্য পুলিশের ভূমিকার প্রশংসা করেন, সেইসাথে বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক সহমর্মিতার বিষয়টিও আলোচনা করেন।

এ সময় বক্তারা ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার প্রতিবাদ জানান, একই সাথে মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের নিন্দা জ্ঞাপন করেন।

সমাবেশে অন‌্যান‌্যের মধ‌্যে বক্তব‌্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারি পরিচালক শাহ মো. নজরুল ইসলাম, সিলেট জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা এহসান উদ্দিন, সিলেট মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন চেয়ারম‌্যান জেমস লিও ফারগুশন নানকা, সিলেট বৌদ্ধ সমিতির মনোবিকাশ চাকমা, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম‌্যান নাসরীন সুলতানা প্রমুখ।

এদিকে সুনামগঞ্জে জেলা পুলিশ লাইনস চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারের সভাপতিত্বে ও তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন-অর-রশীদ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুস ছত্তার, মাদ্রাসা মুহতামিম মাওলানা আব্দুল বছির, মাওলানা আনোয়ার হোসেন অধ্যক্ষ পরাগ দে, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বিশ্বজিৎ সরকার, ইউপি চেয়ারম্যান নূরুল হক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত