দিরাই প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৮

দিরাইয়ে আমনের বাম্পার ফলন, ঘরে ঘরে নবান্ন উৎসব

বাতাসে ছড়াচ্ছে পাকা ধানের ঘ্রান। জমিতে দোল খাচ্ছে সোনারঙ্গা পাকা ধান। প্রকৃতির অপরূপ এ সৌন্দর্যে কৃষকের বুকে অপার আনন্দ। ধান কাটা নিয়ে চারদিকে চলছে নবান্ন উৎসব। সেই উৎসবের টেউ লেগেছে দিরাই উপজেলার কৃষক পরিবারগুলোতেও।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান কাটার মহোৎসব শুরু হয়েছে। শীতের সকাল থেকে শুরু করে পড়ন্ত বিকেল পর্যন্ত মাঠে মাঠে ধান কাটা, মাড়াই, বাছাই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক ও কৃষাণীরা। ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, দিরাই উপজেলায় চলতি মৌসুমে ২৮ শত হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।

উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদ নগর গ্রামের কৃষক রুমেল মিয়া বলেন, ৬৫ কিয়ার জমিতে আমন ধান চাষ করেছিলাম। আবহাওয়া অনুকুলে থাকায় প্রতি কিয়ারে ১৩-১৪ মন ধান হয়েছে। আমন ধান চাষ করে আমরা লাভবান হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রম, উন্নতমানের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণের ফলে এবার ভালো ফলন হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত