তপন কুমার দাস, বড়লেখা

১৪ এপ্রিল, ২০১৭ ২২:৪৫

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল একাডেমীর বর্ষবরণ

প্রতিবারের মতো এবারও মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪২৪ নববর্ষকে বরণ করেছে ‘নজরুল একাডেমী বড়লেখা’। নজরুল একাডেমীর বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উৎসবে মেতেছিলেন সংস্কৃতি প্রেমী মানুষ।

শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে উপজেলা প্রশাসন ও নজরুল একাডেমী শহরে পৃথক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করে। র‌্যালীটি শহর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সৃষ্ট নজরুল একাডেমীর মঞ্চ গিয়ে শেষ হয়।

আনন্দ র‌্যালীতে যোগ দেন বিভিন্ন সরকারি-আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সকাল ১০টা থেকে নজরুল মঞ্চে দুই পর্বে দিনব্যাপী এ বর্ষবরণ উৎসবে চলে বর্ণাঢ্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে নজরুল একাডেমীর সভাপতি দিপক রঞ্জন নন্দীর সভাপতিত্বে ও নজরুল একাডেমীর উপদেষ্টা মসরুর আলম চৌধুরী ও পৌর সভার প্যানেল মেয়র তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হেলাল উদ্দিন, ডা. দিগেন্দ্র দেব নাথ, লাইসসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, সমাজসেবক নগেন্দ্র চন্দ্র দেব নাথ, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহ, পার্থ পাল, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ।

উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাধারণ সম্পাদক মিলন দে, শোভন দলপতি, টিটু দেব নাথ, নৃত্য শিক্ষক দেলোয়ার হোসেন দুর্জয়, জুমা আচার্য্য, দিপক দাস, জয়দ্বীপ দত্ত জয়, শ্রাবণ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত