তপন কুমার দাস, বড়লেখা

১৬ এপ্রিল, ২০১৭ ১৪:১২

বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপি’র ৫ নং ওয়ার্ডে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার কিছুটা বেড়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮৩৯ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা পৌনে দুইটায় শতকরা ৬০ ভাগ ভোট কাস্ট হওয়ার তথ্য নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার অরবিন্দ কর্মকার।

এ উপ-নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁরা হলেন- মকসুদ আহমেদ রানা, হেলাল উদ্দিন, ফারুক উদ্দিন, সেলিম আহমদ, আব্দুল মন্নান (মখন), রফিক উদ্দিন, একরাম উদ্দীন, মতিউর রহমান, মিলাদ হোসেন ও বাপ্পন দে।

প্রসঙ্গত, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি'র ৫ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন আলম গত বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় তাঁর পদটি
শূন্য হয়। এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

 

আপনার মন্তব্য

আলোচিত