বিয়ানীবাজার প্রতিনিধি

০৩ জুন, ২০১৭ ১৮:১৮

মসজিদের মাইকে সেহরীর আহবানকে নিয়ে বিয়ানীবাজারে সংঘর্ষে আহত ১০

বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা এলাকায় সেহরীর সময় মসজিদের মাইকে প্রচারণা বন্ধ করার জন্য ইমামকে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।

আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সুপাতলা গ্রামের মাসুক উদ্দিন (ট্রাক চালক) শুক্রবার রাত আড়াইটার দিকে সুপাতলা (পূর্ব) জামে মসজিদে গিয়ে মাইকে প্রচারণা বন্ধ করতে ইমামকে গালমন্দ শুরু করেন। এ সময় ইমাম মসজিদের মাইকে সেহরী খাওয়ার জন্য এলাকাবাসীকে আহবান করছিলেন।

মসজিদ এলাকায় হৈ চৈ শুনে গ্রামের মাহতাব উদ্দিন, দিলু, জিল্লুসহ অনেকে উপস্থিত হয়ে পরিস্থিতি বুঝতে পেরে মাসুক উদ্দিনকে বুঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে মাসুক উদ্দিন তাদের সাথে গালাগাল শুরু করে ধারালো দা দিয়ে হামলা করেন। এতে মাহতাব রক্তাক্ত হলে উপস্থিত অন্যরা মাহতাবকে বাঁচাতে এগিয়ে আসলে তারাও হামলার শিকার হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মাসুক উদ্দিনের উপর চড়াও হলে মাসুক আহত হন। স্থানীয়রা আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মাসুককে বিয়ানীবাজার হাসপাতালে নেয়ার পথে সশস্ত্র একদল যুবক তাকে উদ্ধারকারীদের হাত থেকে ছিনিয়ে নেয়।

উপস্থিত গ্রামবাসীরা জানান, মাতাল হয়ে মাসুক প্রায়ই মসজিদে সেহরীর প্রচারণা চালানো নিয়ে সমস্যা করেছে। তবে গত রাতে ঘটনাটি খুবই খারাপ হয়েছে। গতকালও সে মদ্যপ ছিল।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত