তাহিরপুর প্রতিনিধি

০৬ জুন, ২০১৭ ১৭:০০

তাহিরপুরে ২৪ লাখ টাকা মূল্যের ১২টি বোমা মেশিন ও সরঞ্জাম আটক

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী জাদুকাটা ও মাহারাম নদীতে পুলিশের বিশেষ অভিযানে বালু ও পাথর উওোলনে ব্যবহৃত পরিবেশ ধ্বংসকারী ১২টি বোমা মেশিন আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁনের নির্দেশে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার মধ্যরাতে উপজেলার সীমান্তনদী জাদুকাটা ও মাহারাম নদীতে পরিবেশ ধ্বংস করে বালু ও পাথর উওোলন কাজে ব্যবহৃত বোমা মেশিন আটক করতে অবস্থান নেন। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযানে নেমে ওই দুই নদীতে অবৈধভাবে চলে আসা ২৪ লাখ টাকার মুল্যের বোমা মেশিন ও বালু-পাথর উত্তোলনে ব্যবহ্নত সরঞ্জামাদি আটক করে থানায় নিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত