বড়লেখা প্রতিনিধি

০৬ জুন, ২০১৭ ২২:৪৬

বড়লেখায় বিট পুলিশিংয়ের মাদক ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময়

ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য গঠিত বিট পুলিশিংয়ের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ও সীমান্তবর্তী উত্তর শাহবাজাপুর ইউনিয়নে মাদক ও জঙ্গিবাদবিরোধী পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান। এতে ইউপি সদস্য রফিক উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন আহমদ, শিক্ষক জালাল আহমদ, উত্তর শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ইন-চার্জ (উপ-পরিদর্শক) ধ্রুবেশ চক্রবর্তী প্রমুখ।

এরআগে সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত