নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০১৭ ১৩:৩২

ফেসবুকে মহানবীকে কটূক্তির মামলায় সিলেটে হিন্দু মহাজোট নেতা গ্রেপ্তার, রিমান্ডে

ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করার মামলায় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) ভোরে সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাকেশ রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।

গ্রেপ্তারের পর রাকেশকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করেল ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন জকিগঞ্জের আমলি আদালত।

গত সপ্তাহ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে রাকেশের ফেসবুক আইডি থেকে দেয়া কটূক্তিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়। ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে জকিগঞ্জ থানায় সোমবার মামলাটি দায়ের করেন।

এদিকে, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, রাকেশ রায় পুলিশের নজরদারিতে ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে আইডি থেকে মন্তব্য করা হয়েছে, সেই আইডির বিষয়ে খোঁজ নেওয়া  হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত