বড়লেখা প্রতিনিধি

০৮ জুন, ২০১৭ ১৯:১৪

বড়লেখায় মুঠোফোন তুলতে গিয়ে শৌচাগারের ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় শৌচাগারের ট্যাংকে পড়ে যাওয়া মুঠোফোন তুলতে গিয়ে জাকির হোসেন (২৪) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সোয়া একটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের উত্তর গুলশা গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।

জাকির হোসেন গুলশা গ্রামের মৃত আখতার আলীর ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জাকির হোসেন পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এই ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে জাকির হোসেনের ভাই আলী হোসেন (১৭) আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, থানা অফিসার ইন-চার্জ মুহাম্মদ সহিদুর রহমান প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের বাইরের শৌচাগারে প্রাকৃতিক কাজে গেলে জাকির হোসেনের মুঠোফোন শৌচাগারের ট্যাংকে পড়ে যায়। পরে মুঠোফোনটি উদ্ধারের জন্য ট্যাংকের ঢাকনা খুলে বাঁশ ধরে নিচে নামতে গিয়ে ট্যাংকের মধ্যে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। এ সময় জাকির হোসেনকে উদ্ধার করতে ছোট ভাই আলী হোসেন এগিয়ে যান। একপর্যায়ে আলী হোসেনও ট্যাংকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে (আলী হোসেন) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘মোবাইল ফোন ওঠাতে গিয়ে নিজেই ঢাকনা খুলেছে। বাঁশ দিয়ে ট্যাংকের নিচে নামতে গেলে সে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে (জাকির হোসেন) মারা গেছে।’

আপনার মন্তব্য

আলোচিত