বড়লেখা প্রতিনিধি

০৯ জুন, ২০১৭ ১৯:৪০

বড়লেখায় বাল্যবিবাহ ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময়

ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য গঠিত বিট পুলিশিংয়ের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজাপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজনে করে।

শুক্রবার দুপুর ২টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে ইউপি সদস্য মো. তমসির আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ (উপ-পরিদর্শক) ধ্রুবেশ চক্রবর্তী।

এতে তদন্ত কেন্দ্রের এএসআই মিঠুন চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মছকন্দর আলী, আব্দুর রূপ, মুক্তিযোদ্ধা মতলিব আলী, আব্দুল জলিল, এলাকার সমাজসেবক রইব আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত