মৌলভীবাজার প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৭ ১৭:২৩

কুলাউড়ায় যানজট নিরসনে এএসপির ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহর রেলওয়ে জংশন ও পর্যটন এলাকা হওয়ার সুবাদে যানজট যেন নিত্যদিনের সঙ্গী। তাই এ যানজট নিরসনে ২৫ জুলাই থেকে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু ইউসুফ।

শহরের দীর্ঘদিনের যানজটের ভোগান্তি দূর করতে প্রধান ব্যস্ততম সড়কে চারটি ডিবাইডার তৈরির মাধ্যমে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শহরে ওয়ান ওয়ে রোডের মাধ্যমে যানজট নিরসনে পদক্ষেপ নিয়েছেন তিনি।

এ ব্যাপারে মো. আবু ইউসুফ গণমাধ্যমকে জানান, এখানকার দীর্ঘ দিনের সমস্যা যানজট। আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। কয়েক দিনের মধ্যে সারা কুলাউড়া উপজেলা যানজট মুক্ত করব। এ জন্য জনসাধারণের সহযোগিতা প্রয়োজন বলেও বলেন তিনি

আপনার মন্তব্য

আলোচিত