বড়লেখা প্রতিনিধি

২৯ জুলাই, ২০১৭ ২০:৫৫

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী নূরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার পুলিশ। সে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মো. আলা উদ্দিনের পুত্র। শুক্রবার (২৯ জুলাই) রাতে থানার এএসআই জাহিনুর রহমান ও রাশেদুল হক রাশেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চেক জালিয়াতির (এনআই অ্যাক্ট) দায়রা ৫০/১৬ইং মামলায় আদালত ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১ লাখ ২৫ হাজার হাজার পাঁচশত টাকা অর্থদণ্ডের রায় এবং অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার রায়ের পর থেকে নূরুল ইসলাম পলাতক ছিলেন। শুক্রবার (২৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত