নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০১৭ ১৪:৫৯

ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা: সরকারী কলেজের সম্পাদকসহ ৯ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটের সোবহানীঘাটে ছাত্রলীগ নেতা শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৯ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (১৩ আগস্ট) রাতভর অভিযান চালিয়ে নগরীর শাহপরান থানা এলাকার বিভিন্ন মেস থেকে তাদের আটক করা হয়। এরপর এ ঘটনায় দায়েরকৃত মামলায় (মামলা নং-(১৩(০৮)১৭) তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত শিবির নেতারা হচ্ছেন বিশ্বনাথের মাহতাবপুর এলাকার করম আরীর ছেলে ও সিলেট সরকারী কলেজ শিবিরের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ (২৮), একই কলেজের শিবিরের সাথী ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৪), গোয়াইনঘাট উপজেলার দমদমা গ্রামের কবির মিয়ার ছেলে সেলিম উদ্দিন (২২)। কানাইঘাটের চড়িপাড়া গ্রামের অজই মিয়ার ছেলে রেজাউল করিম (২২), ছাতক উপজেলার আনুজানি গ্রামের মতিউর রহমানের ছেলে এমদাদ হোসেন (২১), গোয়াইনঘাটের বহর গ্রামের মবশ্বির অালীর ছেলে কামিল আহমদ সোহেল (২০), বিয়ানীবাজারের মাতুরা গ্রামের তারেক আহমদ (২২), নগরীর বনকলাপাড়ার নতুন মসজিদ কোয়ার্টারের বাসিন্দা আব্দুল্লাহ (২৩), একই এলাকার নুরানী ৮২/১৪ বাসার বাসিন্দা সফি উদ্দিন (২৩)।

সোমবার বিকাল ৩ টায় গ্রেপ্তরকৃত শিবির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করে কোতোয়ালি থানা পুলিশ।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের জানানো হয়- গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোবাহানীঘাটে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার সাথে সম্পৃক্ত বলে তথ্য প্রদান করেছে। তাদেরকে আরোও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত