ওসমানীনগর প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৭ ১৯:৩৫

ওসমানীনগরে শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এনএনপিএস ফলোআপ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রিডিং ইনহেন্সমেন্ট ফর ডেভেলপমেন্ট(রিড) প্রজেক্টের ওয়ার্কসপটি আয়োজন করে এনজিং সংস্থা এফআইভিডি।

তাজপুর সরকারী পাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে রিড প্রকল্পের টেকনিকেল অফিসার মো. আবুল কালাম আজাদের সঞ্চলনায় ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকিব ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র সরকার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন।

ওয়ার্কসপে উম্মুখত আলোচনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্বপন আচার্য, আজাদুর রহমান, মিজানুর রহমান, ফিরোজ আহমদ ও মন্দিরা রাণী দাস। ওয়ার্কসপের শুরুতেই প্রবিত্র কোর আন থেকে তেলায়াত করেন শিক্ষক মিজানুর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন শিক্ষিকা আন্না দত্ত।

ওসমানীনগরের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বাংলা বিষয়ে দক্ষতা বাড়াতে বিগত ২০১৫/১৬ সালে এফআইভিডিবির বাস্তাবায়নাধীন রিডিং ইনহেন্সমেন্ট ফর ডেভেলপমেন্ট(রিড) প্রজেক্টের কার্যক্রমের ফিডব্যাক বা ফলোআপ ওয়ার্কসপ এর আয়োজন করা হয়। ওয়ার্কসপের প্রধান অতিথি বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের দক্ষতা ও মনোযোগ বাড়াতে শিক্ষার্থীদের পাঠদান কালে সহজ সাবলিল ও খেলাধুরার মাশ্যমে সহজ ভাবে পাঠদান করতে উস্থিত শিক্সকদের উদ্দ্যেশে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ওয়ার্কসপে আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা গত দুই বছরের কর্মসূচীর ফলাফলের উপকারিতা কতটুকু বাস্তব কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বাড়ানো গেছে সে বিষয়ে ইতিবাচক দিক তুলে ধরেন।

আপনার মন্তব্য

আলোচিত