জগন্নাথপুর প্রতিনিধি

২৯ আগস্ট, ২০১৭ ২১:২৫

জগন্নাথপুরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবাসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) একাধিক স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০ গ্রাম গাঁজাসহ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সাইদুর রহমান এরফে সাদ্দামকে গ্রেপ্তার করেন জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান।

২৫ পিস ইয়াবাসহ রুমান আহমদ এরফে টনিককে গ্রেপ্তার করেন জগন্নাথপুর থানার এএসআই আফছার আহম্মেদ। গ্রেফতারকৃত টনিক জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর নোয়াহাটি গ্রামের মৃত ছোয়াব আলী ছেলে।

তাছাড়া আরও ২০০ গ্রাম গাঁজাসহ উপজেলার মিরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রাম থেকে এমদাদুল হককে  গ্রেপ্তার করেন থানা পুলিশের এসআই গোলাম মোস্তফা। সে একই এলাকার আখলুছ মিয়ার ছেলে।

উভয় বিষয়ে তিনটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত