বড়লেখা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০১৭ ০১:২২

বড়লেখায় ১৮০ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় ১৮০ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দিক্ষণ ইউনিয়নের গাংকুল খনকার টিলা; হরিপুর গ্রামে ১২০ পরিবার ও বিকেলে সুজানগর ইউনিয়নের নাজির খাঁ, দাসেরবাজার ইউনিয়নের নেরাকান্দি গ্রামের ৬০ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। পৃথক এসব বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

দুপুরে খনকার টিলা ও হরিপুর গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ও সামাজসেবক এবিএম সামছুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারি কমিশনার ভূমি সমীর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস শিমুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত