নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৭ ২২:১৫

অধ্যাপক বিজিত কুমার দে’র ৮৫তম জন্মদিনে সুহৃদ সম্মেলন

লেখক ও প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে'র ৮৫ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্তি উৎসবের আয়োজন করেছে পারমিতা সিলেট ও প্রারম্ভিকা প্রকাশ। শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

আয়োজক সংগঠনের উপদেষ্ঠা কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও কবি সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় বিজিত দে-কে ঘিরে এই সৃহৃদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. একে আবুল মোমেন, লেখক নুরুল ইসলাম, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

পারমিতা সিলেটের পরিচালক ও প্রারম্ভিকা প্রকাশ সিলেটের প্রকাশক ধ্রুব গৌতমের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিজিত দে-কে নিয়ে আলোচনা করেন সিলেট পৌরসভার সােবক চেয়ারম্যান আ ফ ম কামাল, মদন মোহন কলেজের সাবেক উপাধ্যক্ষ সুশেন্দ্র কুমার পাল, সাংবাদিক আল আজাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন,  কবি একে শেরাম, ব্রিটেনিকা কলেজের অধ্যক্ষ গ.ক. ম আলমগীর, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, জগদ্বন্ধু মঠ, সিলেটের অধ্যক্ষ বন্ধুপ্রীতম বহ্মচারী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে বিজিত কুমার দে-কে নিবেদিত ছড়া পাঠ করেন নিরঞ্জন চন্দ্র চন্দ।

কেক কাটার মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজিত কুমার দে-র জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত