জগন্নাথপুর প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০১৭ ০২:১০

বিয়ে সংক্রান্ত বিরোধে জগন্নাথপুরে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামবাসীর দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আহমদ মিয়ার পক্ষ ও জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের আবির মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আধঘণ্টা ব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের আহত লোকরা হলেন কবিরপুর গ্রামের মৃত হাসমত উল্যাহর পুত্র নুর উদ্দিন (৭০), মৃত আজমত উল্যার পুত্র আইনুল মিয়া (৪০), ইসলাম উদ্দিনের স্ত্রী বেগম বিবি (৫৫), ফজর উল্যার স্ত্রী আছমা বেগম (৪০), আইয়ূব মিয়ার পুত্র জুমেল মিয়া (১৭), পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মনাফ চৌধুরীর পুত্র রাজা মিয়া (৩০), তকদ্দুছ মিয়ার পুত্র রুবেল মিয়া (২৫) ও মানিক মিয়ার পুত্র রিপন মিয়া (১৯) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উভয়পক্ষের লোকজন জানান, বিয়ে সংক্রান্ত বিরোধের কারণে সকালে ইকড়ছই গ্রামে সালিশ বৈঠক বসায় সিদ্ধান্ত হলে হঠাৎ করে সামান্য কথাকাটাকাটির জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত