মাধবপুর প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৪৪

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

হবিগঞ্জের মাধবপুর পশ্চিম বাজাওে সদর হাসপাতালে রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ফার্মেসী ১টি সেলুন ও ২টি সাইকেল স্টোর পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র জানায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে একটি ফার্মেসী থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আগুনে জনসেবা হোমিও হল, মোল্লা সাইকেল স্টোর-১ মোল্লা সাইকেল স্টোর-২, মন মোহন ফার্মেসী, শান্তি মেডিকেল হল, বিসমিল্লাহ ফার্মেসী, নন্দী মেডিকেল হল, ফয়েজ মেডিকেল হল, মেহেজাবিন মেডিকেল হল ও একটি সেলুন পুড়ে যায়।

এছাড়া বেশ কয়েকটি ফার্মেসী ও একটি বেকারি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত প্রায় ১টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আগুন নেভাতে আসে। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ অলিউল্লাহ জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত