নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৭ ২০:১৫

উৎসবের রঙ নীল-সবুজ

চারদিকে সবুজের সমারোহ। পাহাড়-টিলা ঘেরা মাঠের উপরে হেমন্তের নির্মল নীল আকাশ। প্রকৃতিপ্রেমী কারও মন আনমনা হতেই পারে। তবে এমন পরিবেশে উদ্বেলিত হলেন দর্শকেরা। ব্যাট-বলের লড়াইয়ে তাদের রাঙালেন সিলেট সিক্সার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ভেন্যুতে টানা দ্বিতীয় ম্যাচেও জয়। উৎসবের রঙ সাধারণত লাল হলেও এদিন তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রঙিন হলো নীল-সবুজে; স্বাগতিক দলের রঙে। সিক্সার্সের জয় দেখতেই তো এসেছিলেন প্রায় ১৮ হাজার দর্শক।

প্রথমবারের মতো নিজেদের মাঠে খেলা, নতুন দল নিয়ে নতুন স্বপ্ন মিলে গত ক’দিন ধরেই বিপিএল জ্বরে আক্রান্ত সিলেট। টিকেট নিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আর অতীত অভিজ্ঞতায় গ্যালারি ভরা দর্শকের আভাস দিয়ে রেখেছিল। গতকালের মতো আজও সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজারো মানুষের ঢল সেই পূর্বাভাসকে বাস্তবে রূপ দিলো। মাথায় স্বাগতিক দলের সমর্থনে নীল-সবুজ কাপড় বাঁধা।

সকাল থেকেই স্টেডিয়ামের বিভিন্ন গেইটে শত শত দর্শকের লাইন; সময়ের সঙ্গে সঙ্গে যা ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বেলা ১২ টার দিকে দর্শকের ঢল সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যদের নাভিশ্বাস অবস্থা। কঠোর নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে মাঠে প্রবেশ করতে হয়েছে; তাই দুপুর গড়িয়ে বিকেলেও অনেকের গ্যালারিতে প্রবেশের সৌভাগ্য হয়েছে। তবে এসব নিয়ে কারো কোন অনুযোগ শোনা গেলো না।

প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের জয় টিকেটের জন্য বিনিদ্র রজনী কাটানোর পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে মাঠে আসার কষ্টটাকে রাঙিয়ে দিয়েছে নীল-সবুজ রঙে।

আবার টিকিট বঞ্চিত অনেকে স্টেডিয়ামের পার্শ্ববর্তী টিলা থেকেই দেখার চেষ্টা করলেন নাসির-সাকিব-অলকদের।

আপনার মন্তব্য

আলোচিত