নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০১৭ ২০:০৭

জন্মদিনে কবি শুভেন্দু ইমামকে ঘিরে আনন্দ আয়োজন

কবি ও গবেষক শুভেন্দু ইমামের ৬৫তম জন্মদিন ছিল গতকাল বুধবার। আর এ উপলক্ষে তাঁর স্বজন-অনুরাগীরা দিনটি ব্যাপক আয়োজনে পালন করেছে। এতে উপস্থিত ছিলেন সাহিত্য-সংস্কৃতি-পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা। বেলা চারটায় নগরের বাগবাড়ি এলাকায় কবির বাসভবনে এ অনুষ্ঠান হয়।  

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বক্তৃতায় বলেন, ‘শুভেন্দু ইমাম সিলেটের সাহিত্য-সংস্কৃতিকে তাঁর মেধা ও যোগ্যতায় সমৃদ্ধ করেছেন। আমাদের মাঝে তিনি আলোর বাতিঘর হয়ে দীর্ঘকাল আলো বিলাবেন, এ প্রত্যাশা রইল।’ এরপরই জন্মদিনের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন শুভেন্দু ইমাম। তাঁর বাসভবনে তাঁকে নিয়ে এমন একটি অনুষ্ঠান করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ পর্বে শুভেন্দু ইমামের কবিতা আবৃত্তি করেন নাজমা পারভীন এবং কবির পছন্দের গান পরিবেশন করেন বাউল বশিরউদ্দিন সরকার।

আনুষ্ঠানিকতা শুরুর আগে অন্তত অর্ধশতাধিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিশিষ্টজনদের মধ্যে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, কবি ও শিশুসাহিত্যিক তুষার কর, বাংলাদেশ ওভারসিজ সেন্টারের প্রধান নির্বাহী শামসুল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমরবিজয় সী শেখর, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ, সমাজসংগঠক বিজয়কৃষ্ণ বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা বীরেন্দ্র সূত্রধর, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, কবি ধ্রুব গৌতম, সঞ্জয় কুমার নাথ, নাট্যসংগঠক হুমায়ূন কবীর জুয়েল, গণজাগরণমঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে কবি আবিদ ফায়সাল, কবি কাসমির রেজা, কবি জাফর ওবায়েদ, দর্পণ থিয়েটারের সভাপতি জাফর সাদেক শাকিল, সহসভাপতি ফয়ছল মো. আবুল মহসিন, শিল্পী নিলেন্দু ভট্টাচার্য, সংগীতশিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, চিত্রশিল্পী সুভাষ চন্দ্র নাথ, সম্মিলিত নাট্য পরিষদের সহসভাপতি খোয়াজ রহিম সবুজ, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, নাট্যকার মোস্তাক আহমদ, কবি মালেকুল হক, কবি খালেদ-উদ-দীন, নৃত্যশিল্পী বিপুল শর্মা, প্রকাশক রাজীব চৌধুরী, জিবলু রহমান, সুফি সুফিয়ান, আলোকচিত্রী আনিস মাহমুদ, বহুস্বর সম্পাদক মো. আলমগীর হোসেন, নবশিখা নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি ধ্রুব দে, প্রথম আলো বন্ধুসভার সিলেটের সাধারণ সম্পাদক শাকির হোসাইন, সাংবাদিক মামুন পারভেজ, নাট্যকর্মী তন্ময় নাথ, সুমন আহমদ, তানিয়া তৃষা, জয়িতা জেহেন প্রিয়তী, সুমনকুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এর বাইরে দিনভর এবং রাতেও কবি শুভেন্দু ইমামকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি স্বশরীরে উপস্থিত হওয়ার পাশাপাশি মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত