সিলেটটুডে ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৭ ২০:২১

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

বৃহস্পতিবার সন্ধ্যায় চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পরিচালক, বাণিজ্য সংগঠন (ডিটিও) মো. ওবায়দুল আজম এর সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় মোঃ ওবায়দুল আজম বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগীয় চেম্বার। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সিলেট চেম্বারের ভূমিকা অনস্বীকার্য। তিনি বাণিজ্যমেলা আয়োজনে সিলেট চেম্বারকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

 তিনি বলেন, বাণিজ্য সংগঠনগুলোকে গতিশীল করার লক্ষ্যে টিও রুলসকে নতুন আঙ্গিকে সাজানো হবে এছাড়াও যেসব অবৈধ বাণিজ্য সংগঠন প্রকৃত লাইসেন্সপ্রাপ্ত সংগঠনগুলোর কার্যক্রমে বাধার সৃষ্টি করছে সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সিলেট চেম্বারের পক্ষ থেকে উপস্থাপিত বিভিন্ন বিষয়াদি যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন এবং মতবিনিময় সভা আয়োজনের জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দেশের প্রাচীনতম চেম্বারগুলোর অন্যতম। প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট চেম্বার এতদঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পর্যটন ও শিল্প খাতের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। চেম্বারের কার্যক্রম বর্তমানে স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃত। তিনি সিলেট চেম্বারের এসব কার্যক্রম অব্যাহত রাখতে চেম্বারের আয় বৃদ্ধির লক্ষ্যে সদস্য ফি এর সাথে উন্নয়ন ফি যুক্তকরণ এবং বাণিজ্যমেলা আয়োজনে চেম্বারকে সহযোগিতার জন্য পরিচালক, বাণিজ্য সংগঠনকে অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক, মাসুদ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা ও মো. আতিক হোসেন। 

আপনার মন্তব্য

আলোচিত