নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০১৭ ১১:০৮

সিলেটে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে নিরুত্তাপ হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই নগরজুড়ে ছোটবড় যান চলাচল করেছে। তবে দূর পাল্লার যান চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় কম।

এদিকে হরতালের সমর্থনে  নগরীতে  মিছিল, বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি, বাসদ ও বাম মোর্চা।

বৃহস্পতিবার সকাল থেকেই নগরের বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা অবস্থান নিলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩৫ পয়সা বাড়ানোর প্রতিবাদে আজ আধাবেলা হরতালের ডাক দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। হরতাল আহ্বানের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচিতে সমর্থন দেয়ার কথা নাকচ করলেও বুধবার সমর্থন দেয়ার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এই কর্মসূচিতে বিএনপির কোনো অংশগ্রহণ দেখা যায়নি কোথাও।

আপনার মন্তব্য

আলোচিত