কুলাউড়া প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০১৭ ১৫:২৩

চালকের ‘ঝিমুনিতে’ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

চালকের ‘ঝিমুনিতে’ নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। তবে এতে কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ীর মানিকসিংহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনাস্থলে যেয়ে উদ্ধারকার্য চালায়।

এদিকে বাস যাত্রীর বরাত দিয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘুমের ঘোরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।

তিনি আরো জানান, এসময় গাড়িতে থাকা কোন যাত্রী আহত হননি। ঘটনার পর পুলিশ আসার আগেই চালক তাঁর সহযোগীসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ছাড়া বাসে ১৩-১৪ জন যাত্রী ছিলেন বলে তিনি জানান। তবে ১জন যাত্রী ছাড়া বাকী যাত্রীরা অন্য একটি বাসে করে সেখান থেকে চলে যান।

আশিকুর রহমান আরও জানান, গাড়ীর ওপরে কয়েক বস্তা জাম্বুরা ও মাছ ভর্তি কয়েকটি ঝাঁকি বোঝাই করা ছিলো।

আপনার মন্তব্য

আলোচিত