ছাতক প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০১৮ ২০:২৬

ছাতকে মেহেরুন নেছা একাডেমিতে পিঠা উৎসব

সুনামগঞ্জের ছাতকে মেহেরুন নেছা একাডেমিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ শীতকালীন রকমারি পিঠার বাহার নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকে একাডেমি প্রাঙ্গণে আনন্দ মুখর পরিবেশে শিক্ষার্থীদের অভিভাবকরা রকমারি পিঠা নিয়ে উপস্থিত হন।

প্রিন্সিপাল আশরাফুল আলম রুম্মানের সভাপতিত্বে ও শিক্ষিকা তানিয়া বেগমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন একাডেমির ভাইস প্রিন্সিপাল জান্নাতুল কাউসার, শিক্ষক আল মামুন, শিক্ষিকা শাম্মী বেগম ও চামেলী বেগমের ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা কেরাত, আবৃত্তি, সংগীত, কৌতুক ও নাটিকাসহ উপভোগ্য ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত