বিশ্বনাথ প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০১৮ ০২:৫৪

বিশ্বনাথে ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন

সিলেটের বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগের’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে সিঙ্গেরকাছ বাজার সংলগ্ন মাঠে ‘ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগের’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উদ্বোধকের বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

দৌলতপুর ইউনিয়নের ১০টি ক্লাবের অংশ গ্রহণে অনুষ্ঠিত এ লিগের উদ্বোধনী দিনে ৩৯ রানের ব্যবধানে করপাড়ার সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাবকে হারিয়ে ‘ভাটিপাড়ার বিসিসি ক্রিকেট ক্লাব শুভ সূচনা করেছে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবারক আলীর সভাপতিত্বে ও জেলা ধারাভাষ্যকার সমিতির সাধারণ সম্পাদক কামরান হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগ আয়োজক কমিটির উপদেষ্ঠা আবদুল আজিজ, সমাজসেবক নূরুল আলম, ব্যবসায়ী আবদুল ওয়াদুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার ফখর উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, ইউপি মেম্বার আবদুল মজিদ, গোলাম হোসেন, ইরন মিয়া, নুর উদ্দিন, সাবেক মেম্বার হেলাল আহমদ, আওয়ামী লীগ নেতা আবদুন নূর মেম্বার, মিজানুর রহমান মিজান, দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লিগ আয়োজক কমিটির উপদেষ্ঠা আবারক আলী মেম্বার, নজরুল ইসলাম হামদু, রিয়াছত খান, হাফিজ আরব খান, মনোহর আলী, মাসুক মিয়া, সভাপতি আনচার আলী, সহ-সভাপতি কয়েছ হোসেন, কামাল খান, সাধারণ সম্পাদক জামাল আহমদ, যুগ্ম সম্পাদক ছালেহ উদ্দিন, জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম সাদিক, সহ সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ, কোষাধ্যক্ষ আবু তাহের, সহ কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, আম্পায়ার প্রতিনিধি আজিজুর হক, কার্যকরী সদস্য আবদুস সামাদ, আক্তার হোসেন, মুহিবুর রহমান, সাদ্দাম হোসেন, রেজওয়ান শওকত, তাওহীদ জামান, যুবলীগ নেতা আবদুল হক, আবুল খয়ের, ছালিক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, মাহফুজুর রহমান দুলু, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা শিপন আলী, জাহাঙ্গীর আলম, শামছুর রহমান, আলী জুনেল, আক্তার হোসেন শেখ, মিয়াদ আহমদ, জেলা ধ্রুবতারা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সদস্য আবুল মিয়া, সংগঠক নিজাম উদ্দিন, শামীম খান, আজাদ আলী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত