মৌলভীবাজার প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৪

লাউয়াছড়ায় দুই দফা বিকল সিলেটগামী উপবন, যাত্রী দুর্ভোগ

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় দু’দফা আটকা পড়ে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ইঞ্জিনে ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমদ।

এতে ট্রেনটির যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। প্রায় তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন আসলে ট্রেনটি সচল হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, উপবন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকার একটি টিলা অতিক্রমের সময় আটকা পড়ে। এ সময় প্রায় ৩০ মিনিট আটকে থাকার পর ট্রেনটি পেছনের দিকে শ্রীমঙ্গল স্টেশনে ফিরে যায়। পুনরায় যাত্রা করে ভোর ৫টায় ট্রেনটি জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকার আসার পর আবারও ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রেন একটি ভাঙা সেতুর ওপর আটকা পড়ে। পরে সকালে সিলেট স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে আটকে পড়া উপবন ট্রেনকে টেনে সকাল পৌনে ৮টায় ভানুগাছ স্টেশনে নিয়ে আসা হয়। সেখানে বিকল ইঞ্জিন রেখে ট্রেনটি তিন ঘণ্টা বিলম্বে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত