সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৫১

জৈন্তাপুরে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে তিন দফা কর্মসূচি

জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষে কওমী মাদ্রাসা ছাত্র মোজাম্মিল নিহতের প্রতিবাদে তিন দফা কর্মসূচি ঘোষনা করা হয়েছে। বুধবার বিকেলে ‌'বৃহত্তর জৈন্তাপুর তৌহিদী জনতা'-এর ব্যানারে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি মাওলানা আলীম উদ্দিন দুর্লবপুরী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ৪৮ ঘন্টার মধ্যে ঘাতকদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন, দুই মার্চ শুক্রবার বাদ জুমআ সিলেট সহ দেশের প্রত্যেক মসজিদে মোজাম্মিলের রোহের মাগফেরাত কামনা করে দোয়া ও সারা দেশে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল।

বুধবার জৈন্তাপুর ঐতিহাসিক বট তলায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা আওয়া মীলীগের সভাপতি মো. আব্দুল্লাহ। সমাবেশ পরিচালনা করেন মাওলানা আব্দুল জব্বার ও মাওলানা আব্দুল মালিক।

সভায় বক্তারা অভিলম্বে ঘাতক খুনিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ইউসুফ আলী, মাদ্রাসার মোহতামিম মাওলানা হিলাল আহমদ, লাফনাউট মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল খালিক চাক্তা, বাগের খাল মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল কাদির, মাওলানা সামছুদ্দিন দূর্লবপুরী, মাওলানা আহমদ আলী শেয়াখুল হাদিস কাজিরবাজার মাদ্রাসা, নজরুল ইসলাম শিক্ষাসচিব হরিপুরবাজার মাদ্রাসা, মাওলানা মাহমুদুল হাসান শায়খুল হাদিস লাফনাউট মাদ্রাসা, মাওলানা আবুল হোসেন চেয়ারম্যান বড়চতুল ইউপি, হাফিজ মাওলানা সাইদুর রহমান মোহতামিম জাফলং মাদ্রাসা, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জিল্লুর রহমান মোহতামিম হেমু মাদ্রাসা, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা জয়নাল আবেদীন হরিপুর, মুফতি খোবাইব হোসেন চতুলী,  লেঙ্গুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান  কামাল আহমদ, মাওলানা রুহুল আমীন শায়খুল হাদিস, জাতুগ্রাম মাদ্রাসা, সমাবেশে বক্তব্যরাখেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ফতেপুর ইউপপি চেয়ারম্যন আব্দুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান মৌলভী রহমত উল্লা, তোফায়েল আহমেদ, বাহারুল আলম বাহার, এডভোকেট নূরুল হক, এডভোকেট মোহাম্মদ আলী, হাফিজ আব্দুল মুছব্বির, ইসমাইল আলী আসিক, মাওলানা আব্দুল হালিম মোহতামিম চিকনাগুল মাদ্রাসা, মাওলানা শফিকুর রহমান মোহতামিম হরিপুর হাফিজিয়া মাদ্রাসা, মাওলানা রহিম উদ্দিন মোহতামিম লাতু মাদ্রাসা, মাওলানা ওলিউর রহমান দরবস্তি, পাঁচভাগ পর্গনার বিশিষ্ঠ মোরব্বি আব্দুর রহিম, মাষ্টার আব্দুল, বিশিষ্ট ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, রাজনীতিবিদ মো. আলা উদ্দিন, আলকাছ আলীসহ বৃহত্তর জৈন্তার সর্বস্থরের তৌহিদী জনতা সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত