মাধবপুর প্রতিনিধি

২৪ মার্চ, ২০১৮ ২২:৩০

মাধবপুরে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের বর্ণনা

৭১ সালে টগবগে যুবক মনির উদ্দিন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে সহপাঠীদের নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ কে শক্র মুক্ত করেছেন। ৭১ এ তার সঙ্গে মুক্তিযোদ্ধা ছিল ৫৮ জন। এর মধ্যে ৩০ জন মারা যান। ৭১ এই বীর সংগ্রামী মনির উদ্দিন এখন বৃদ্ধ হয়ে গেছেন।

যুদ্ধকালীন বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের নিয়ে নূতন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বর্ণনা দিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন।

শনিবার (২৪ মার্চ) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের গল্প আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনসার বিডিভির সাবেক উপজেলা কর্মকর্তা আলী আহমেদ, মুক্তিযোদ্ধা আলিফ খাঁ, জসীম উদ্দিন, ইদ্রিস, লোকমান হোসেন, বাদশাহ মিয়া, উমর আলী, আকমল মিয়া , মহিলা মুক্তিযোদ্ধা কাজী হেলেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সরাসরি যুদ্ধে অংশ গ্রহণকারী মুক্তিযোদ্ধাদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হয়ে নতুন প্রজন্ম জঙ্গিবাদ ও মাদকাসক্তে আসক্ত হয়ে পড়েছে।

আপনার মন্তব্য

আলোচিত