সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৮ ১৯:২৮

ছাতকে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছাতকে ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, ও জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণ ও আলোচনা সভা করেছে ছাতক উপজেলা প্রশাসন, ছাতকের শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন।

সোমবার (২৬ মার্চ) সকালে ছাতক হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন মুহিবুর রহমান মানিক এমপি।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার মো. দোলন মিয়া, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. খালেদ কনক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম ছিদ্দিকী, ছাতক থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, পরিসংখ্যা অফিসার মনিরুজ্জামান খান, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, আব্দুস সামাদ, গোলাম মোস্তফাসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সূর্যোদয়ের প্রথম প্রহরে শিখা সতের বেদীতে ফুল দিয়ে স্বাধীনতা সংগ্রামে শহীদদের সম্মান জানানো হয়। এদিকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ছাতকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক সংগঠন গুলো মহান স্বাধীনতা দিবস পালন করেছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, সমতা স্কুল এন্ড কলেজে, পঞ্চপ্রাম উচ্চ বিদ্যালয় জিয়াপুর, লাকেশ্বর দাখিল মাদ্রাসা, গাবুরগাও দাখিল মাদ্রাসা, বসন্তপুর জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগানবাড়ী হাফিজিয়া মাদরাসায় ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, খেলাধুলা, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত