মৌলভীবাজার প্রতিনিধি

২৮ মার্চ, ২০১৮ ১৮:২২

২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু

২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

বুধবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করে রেলের সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র দাস জানিয়েছেন, মালবাহী ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হওয়ার পর কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে কুলাউড়া বরমচাল স্টেশনের কাছে তেলবাহী-৯৫২ ট্রেনটির পেছনের একটি ট্রাংক বগি লাইনচ্যুত হলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত