হবিগঞ্জ প্রতিনিধি

২৮ মার্চ, ২০১৮ ২২:৪০

হবিগঞ্জে “আকাশ দেখা” কর্মসূচি অনুষ্ঠিত

‘চাঁদের গায়ে গর্ত আছে বইয়ে পড়েছি। আজ নিজ চোখে দেখলাম। খুব ভাল লেগেছে। মনে হয়েছে চাঁদটা হাতের কাছে।’

কথাগুলো বলেছে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সাদমান সাকিব লাবিব।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওটারকিপার এর উদ্যোগে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “আকাশ দেখা” কর্মসূচি।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত আধুনিক স্টেডিয়ামে টেলিস্কোপের মাধ্যমে আকাশ, চাঁদ, তারা দেখে হবিগঞ্জ শহরের শতাধিক মানুষ।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র তাসিন বিলওয়াল আরিয়ান বলে, ‘ আজ অনেক বড় চাঁদ দেখেছি আকাশে। মনে হয়েছে হাত দিয়ে চাঁদ ধরা যাবে’

বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন তোফাজ্জল সোহেল, ফরহাদ হোসেন কলি, ডা. এস এম আবরার জাবের, ইউকে এর ডেপুটি সুপারেন্টেডেন্ট রেজিস্টার রোকসানা হক, আব্দুর রহমান, বিজন বিহারি দাশ, হুমায়ূন খান, সাইফুল ইসলাম , তারেক খান, মহিউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম, আবিদুর রহমান , সাইফুল ইসলাম, আসমা আনসারি, সাবিকুন্নাহার শুচি প্রমুখ।

আকাশ দেখা কর্মসূচি পরিচালনা করেন বাপা হবিগঞ্জের সদস্য ও “নিজের জ্ঞান করিব দান”এর প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম চৌধুরী তুহিন।

কর্মসূচি সমন্বয়কারী খোয়াই রিভার ওটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, সুদূর অতীতকাল থেকেই আকাশের প্রতি মানুষের রয়েছে অপরিসীম কৌতূহল। যুগযুগ ধরে রাতের আকাশ দেখে মানুষ বিস্মিত হয়েছে, সৌন্দর্যে আপ্লুত হয়েছে। অতীত কালের মতো বর্তমান কালেও মানুষ আকাশের প্রতি কৌতূহল অনুভব করেন। অনুসন্ধানে মানুষেরা আকাশে অসীম রহস্য উদঘাটনের চিন্তা ভাবনা করে আসছে। তাই মানুষের কৌতূহল ও অনুসন্ধিৎসা মেটানোর জন্য আমারা আয়োজন করেছি “আকাশ দেখা” কর্মসূচি।

আপনার মন্তব্য

আলোচিত