গোয়াইনঘাট প্রতিনিধি

১২ মে, ২০১৮ ২১:৩৮

গোয়াইনঘাটে যমজ দু’বোন বোনের কৃতিত্ব

কুলছুমা জাহান মুক্তা ও ফাতেমা জাহান মনি। তারা যমজ দু বোন। গোয়াইঘাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ গ্রহণ করে এ প্লাস পেয়েছে।

তারা জাফলং আবাসিক এলাকার বাসিন্দা, গোয়াইনঘাটের দলিল লেখক মুহিব উদ্দিন লাল ও গৃহিণী আম্বিয়া খানমের কন্যা।

এবারের এসএসসি পরীক্ষায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় থেকে সবকটি বিভাগ থেকে ৪০৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তার মধ্যে ২০৪জন শিক্ষার্থী কৃতকার্য্য হয়। পাশের হার ছিলো ৫০.১২%।

উক্ত বিদ্যাপীঠে মোট ৫জন শিক্ষার্থী এ প্লাস পান, তার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে এই মেধাবী যমজ ২ বোন পান ২টি এ প্লাস।

সরজমিনে শনিবার তাদের বাড়িতে সিলেটটুডে টোয়েন্টিফোরের প্রতিবেদক গেলে কথা হয় বিজ্ঞান বিভাগের এ প্লাস পেয়ে কৃতকার্য্য কুলছুম জাহান মুক্তা ও ফাতেমা জাহান মনির সাথে।

একান্ত আলাপ চারিতায় এ মেধাবী দু'বোন জানান, ভবিষ্যতে তারা লেখাপড়া চালিয়ে নিতে চান এবং ডাক্তার হয়ে মানব ও দেশ সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চান তারা। তারা সকলের দোয়া প্রত্যাশী।

আপনার মন্তব্য

আলোচিত