মৌলভীবাজার প্রতিনিধি

১৩ মে, ২০১৮ ১৬:১৯

মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের তালামীযের সংবর্ধনা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে দাখিল/এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রোববার (১৩ মে) মৌলভীবাজার পৌরসভা হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা তালামীযের সভাপতি আলি রাব্বী রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিব আযহারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মুফতি মো. শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইউনুছ আলী। প্রধান বক্তা ছিলেন জেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক হাফিয আলাউর রহমান টিপু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালামীযের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সদস্য নিলুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালামীযের সাধারণ সম্পাদক হাফিয মনজুরুল করিম মহসিন, শহর আল ইসলাহ সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী, তালামীযের সাবেক জেলা সভাপতি মাওলানা বশির আহমদ, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা শফিকুল আলম সুহেল, জেলা তালামীযের সভাপতি এম এ জলিল, সহসভাপতি এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক শেখ কাদির আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল ইসলাম।
 
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক কাওছার আহমদ, জেলা তালামীয নেতা আফসার আহমদ, মামুনুর রশিদ, সদর উপজেলা তালামীযের সহসভাপতি রাজন আহমদ রাজু, যুগ্ম সম্পাদক নাছির খান, সাংগঠনিক সম্পাদক মোবাশির আহমদ, প্রচার সম্পাদক কাউছার আহমদ, সাদমান সাহেদ, ইয়াসিন আরাফাত, শাহাব উদ্দিন, খালেদ আহমদ, হাবিবুর রহমান, ইমাদ উদ্দিন, আসাদুর রহমান, বদরুল ইসলাম, হাফিয ইবরাহিম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত