নিউজ ডেস্ক

১৩ জুলাই, ২০১৮ ১৬:২৩

আরিফের বিরুদ্ধে আবারো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কামরানের

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আবারো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

শুক্রবার (১৩ জুলাই) আঞ্চলিক নির্বাচন কমিশনার বরাবরে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের প্রমাণ নিয়ে কামরানের পক্ষে এই অভিযোগ প্রদান করে সিলেট মহানগর আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক দিবাকর ধর রাম।

এ বিষয়ে সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা সিলেটটুডে টোয়ান্টিফোরকে জানান, মিটিংয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অভিযোগে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ১০ জুলাই হইতে শুরু হয়েছে। স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আইন অনুযায়ী একজন মেয়র প্রার্থী তার মাইকিং করার জন্য শুধুমাত্র একটি চোঙ্গার মাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু বিএনপির প্রার্থী একটি মাইকের পরিবর্তে তার নির্বাচনী প্রচারনার কাজে নিয়োজিত সিএনজিতে দুটি মাইক ব্যবহার করেছেন।

এসময় এই অভিযোগের প্রমাণ স্বরূপ একটি স্থির চিত্র সংযুক্ত করে দেওয়া হয় বলেও জানিয়েছেন দিবাকর ধর রাম।

আপনার মন্তব্য

আলোচিত