বিশ্বনাথ প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৮ ১৮:৩৩

বিশ্বনাথে ‘বিসিটি ইউকে’র কোরবানির মাংস বিতরণ

ব্রিটিশ চাঁন্দশির কাপন ট্রাস্ট ‘বিসিটি ইউকে’র উদ্যোগে বিশ্বনাথের অসহায় ও দরিদ্রদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

ঈদের পরদিন বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে বিশ্বনাথের আতাপুর গ্রামের প্রবীন মুরব্বি আলতাফ উন-নূরের বাড়িতে আনুষ্ঠানিকভাবে ২৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

আতাপুর গ্রামের প্রবীণ মুরব্বি আলতাফ-উন-নূরের সভাপতিত্বে ও তরুণ সংগঠক শামছুল ইসলাম মোমিনের উপস্থাপনায় মাংস বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘ব্রিটিশ চাঁন্দশিরকাপন ট্রাস্ট ‘বিসিটি ইউকে’র সেক্রেটারি আব্দুল মুকিদ বাদল।

মাংস বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন, চাঁন্দশির কাপন জামে মসজিদের মোতাওয়াল্লি মো. শায়েক আহমদ সায়েক, বিশিষ্ট মানবাধিকার কর্মী মো. নিজাম উদ্দিন, সমাজসেবক সাদেক আলী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা হাবিবুর রহমান সংগঠক জিলা মিয়া, আশিক মিয়া, কামরুল ইসলাম, রুবেল আহমদ, সালমান আহমদ, রাজু আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত